ঢাকা   সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৭:১৯ 

সর্বশেষ সংবাদ

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানি মামলা

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার এই মামলা করেন গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ। (মামলা নং-সিআর ১২১০/২০২১)।
বাদীপক্ষের আইনজীবী মো. নুর নবী সরদার জানান, আদালতের বিচারক রোববার মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
এজাহারে উল্লেখ করা হয়— গাজীপুর মহানগরের কানাইয়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হলেও আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি ১৩ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার দিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাদী ক্ষুব্ধ হয়ে অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করতে বাধ্য হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত