ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৮:২০ 

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টে কি আছে জানা যাচ্ছে না

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট এসেছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
সোমবার দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বায়োপসি রিপোর্টের বিস্তারিত জানা যায়নি।
বেশি কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীরে অস্ত্রোপচার করা হয়। ওই দিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওনার (খালেদা জিয়া) শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সে জন্য ওনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।
খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর তার দেখাশোনার জন্য যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমান।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। করোনা–পরবর্তী জটিলতা নিয়ে তিনি ৬ মে থেকে প্রায় এক মাস এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত