রাজধানীর রমনা,মোহাম্মদপুর ও লালবাগ এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০০০ পিস ইয়াবা ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে শিল্পকলা একাডেমির মূল গেট এলাকায় অভিযান চালিয়ে ৩০০০ পিস ইয়াবাসহ রাকিব ও আরিফ নামে দুজনকে গ্রেফতার করা হয়। এরা রাজধানীতে ইয়াবা ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম মামুন খান। মোহাম্মদপুর থানার বছিলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেট গাড়িতে গাঁজা নিয়ে এরা ঢাকা হয়ে দিনাজপুর যাওয়ার কথা ছিল। গোপন তথ্যে বছিলা তিন রাস্তার মোড় এলাকার জালাল টেলিকমের সামনে গাঁজা বহনকারী প্রাইভেটকারটি পৌঁছালে ব্যারিকেডের মাধ্যমে থামানোর চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। এ সময় পালানোর চেষ্টাকালে মামুনকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া লালবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিভিন্ন সময় এসব অভিযান চালায় পুলিশ।