ঢাকা   সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৭:২৩ 

সর্বশেষ সংবাদ

স্বল্প সময়ে মানুষ ন্যায়বিচার পেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি

দেশের মানুষ স্বল্প সময়ে ন্যায়বিচার পেলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে। বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন । তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুযায়ী আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে ও আগামীতেও করে যাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সুপ্রিম কোর্ট আয়োজিত ভার্চুয়াল শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভায় প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। এজন্য তাঁর জীবনের অনেকটা সময় কারাগারে কেটেছে। আদর্শ ও মূল্যবোধ থেকে তিনি এক পা পিছু হটেননি। গণতন্ত্র ও আইনের শাসনকে সুসংহত করতে বঙ্গবন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছেন। বাঙালির স্বাধিকার, স্বাধীনতা ও একাত্তরের মুক্তিযুদ্ধ যাই বলা হোক না কেন—এসব শব্দের অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সঞ্চালনায় এ শোকসভা শেষে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। সভায় আপিল বিভাগের চারজন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ২২ জন বিচারপতি বক্তব্য দেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটি। এদিন সকাল সোয়া আটটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ভোর পৌনে ছয়টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত