ঢাকা   শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১   সকাল ৯:১২ 

সর্বশেষ সংবাদ

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী তানভীর বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে একটি বিভাগীয় মামলা হয়েছে।
বুধবার রাতে ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পর আওতায় ৭৫ নম্বর ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সব বিল পরিশোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রাথমিক যাচাইয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা প্রমাণিত হওয়ার কারণে ডিএসসিসির ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এ কারণে এ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
একইসঙ্গে চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকি ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত