ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০   সন্ধ্যা ৭:৫০ 

সর্বশেষ সংবাদ

পেগাসাস কাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে ইসরায়েল, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কিছু বলা যাবে না

পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য উচ্চপর্যায়ের মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করেছে ইসরায়েল। কমিটির নেতৃত্বে রয়েছে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সরাসরি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিশেষজ্ঞদের বিষয়টি সম্পর্কে জবাবদিহি করাই তাদের কাজ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের মুখপাত্র জানিয়েছে, ‘আশা করছি, আমাদের সংস্থার কাজকর্ম আগের মতোই স্বাভাবিক থাকবে।’ তবে প্রতিরক্ষা মন্ত্রককে বিষয়টি নিয়ে কিছুই বলতে পারবে না এই নবগঠিত কমিটি। অথচ, এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যারের রপ্তানি সংক্রান্ত যাবতীয় বিষয় তারাই দেখভাল করে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি। যদিও বিশ্বজুড়ে পেগাসাস বিতকর্র পর মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাৎজ বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ এবং অপরাধ দমনের জন্যই সরকারি গোয়েন্দা সংস্থাগুলি এই স্পাইওয়্যার ব্যবহার করবে বলে আমরা আশা করি।’ কিন্তু এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করেই বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদ, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ সফটওয়ার ব্যবহার করে সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো দেশের ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ওপরও ফোনে আড়িপাতা হয়েছে এমন খবর প্রকাশ হয়েছে সম্প্রতি। যা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে যাদের স্মার্টফোনে আড়িপাতা হয়েছে ।
দ্য গার্ডিয়ান’, ‘ওয়াশিংটন পোস্ট’, ‘দ্য ওয়ার’সহ ১৭ টি সংবাদমাধ্যমের একটি সম্মিলিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘পেগাসাস’ নামে পরিচিত একটি ফোন হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে নিশানা করা হয়েছিল।
ইজরায়েলের ‘এনএসও গ্রুপ’ নামে একটি সংস্থা ‘পেগাসাস’ সফটওয়ার তৈরী করেছে। এই সফটওয়ার মোবাইলে আড়িপাতার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত