ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৫:২২ 

সর্বশেষ সংবাদ

আলোচিত পুলিশ কর্মকর্তা এসি আকরামের মৃত্যু

বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা এসি আকরাম মারা গেছেন। পিচ্চি হান্নান, মুরগী মিলন, সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আলোচনায় আসা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসাইন শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আকরাম হোসাইন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া গ্রামের মরহুম মৌলভী হাবিবুর রহমানের ছেলে। দুপুরে সাবেক এ পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল।
দুলাল জানান, কয়েক বছর আগে আকরাম হোসাইনের কিডনি প্রতিস্থাপন করা হয়। গত ৭ জুলাই তার কিডনিতে সমস্যা হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বাদ আছর হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসাইনকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত