ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৩:৫৬ 

সর্বশেষ সংবাদ

নেত্রকোণায় উদীচী কার্যালয়ে বোমা মেরে ৮ জনকে হত্যা মামলা ; কাশিমপুর কারাগারে জেএমবির জঙ্গি পনিরের ফাঁসি কার্যকর

ষোল বছর আগে নেত্রকোণায় উদীচীর কার্যালয়ে বোমা হামলা চালিয়ে ৮ জনকে হত্যা মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের ফাঁসি কার্যকর করা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারা
বৃহস্পতিবার রাত ১১টা এক মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান।
পনির ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাখা কানাইকরস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে। ২০১৯ সালের নভেম্বরে তার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।
জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, “রাতে পনিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ রাত সোয়া ১টার দিকে পুলিশ পাহারায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।”
২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোণার উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে চালানো আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ৪০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোণা থানায় দুটি মামলা করে।
হত্যা মামলার রায়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন ওরফে সোহেল ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২।
মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কর্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানাকে খালাস দেয় আদালত।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামি পনির আপিল করেন। ২০১৪ সালের জানুয়ারিতে হাই কোর্ট নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
জেএমবি সদস্য পনির হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন, যা ২০১৬ সালের ২৩ মার্চ আপিল বিভাগ খারিজ করে দেয়। পরে তার রায় পুনর্বিবেচনার আবেদনও নাকচ হয়ে গেলে দণ্ড কার্যকরের বাধা কাটে।
বিস্ফোরক আইনের আরও দুটি মামলায় পনিরের ২০ বছর করে কারাদণ্ড এবং একটি মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত