ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৬:১০ 

সর্বশেষ সংবাদ

এরশাদের জাতীয় পার্টিতে গৃহবিবাদ তুঙ্গে, মা-ভাইদের নিয়ে নতুন কমিটি দিলেন এরিক এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে গৃহবিবাদ আরেক দফা বাড়লো। এরশাদের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে তাঁর পুত্র এরিক এরশাদ জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন। এতে এরশাদের স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক এবং এরশাদের ছেলে সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদকে। আর ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে।
বুধবার রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে এই নতুন কমিটির ঘোষণা দেন এরশাদ ও বিদিশার ছেলে এরিক এরশাদ। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি প্রসঙ্গে প্রতিক্রিয়ায় এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার প্রতিক্রিয়ায় বলেন, ‘রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে, তবে একসঙ্গে দুটি দল করা যায় না। এ ছাড়া দল করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনও নিতে হয়।’ তিনি আরও বলেন, ‘কে, কাকে, কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যেকোনো ঘোষণা দিতে পারে।’

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পার্কের অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম লেখা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ, তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন আমরা তাকে মানি না।’
এরশাদের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে রওশন উপস্থিত না থাকলেও তার ছেলে সাদ এরশাদ ছিলেন। এ ছাড়া এরিকের মা বিদিশাও ছিলেন। জাতীয় পার্টিকে ‘জঞ্জালমুক্ত’ করার কথা উল্লেখ করে সাদ এরশাদ বলেন, ‘বেশি পলিটিক্যাল কথা বলতে আসিনি। আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী। সবাই আমাদের দলের প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন। আমার আম্মা বিরোধীদলীয় নেতা, উনার বয়স হয়েছে। উনার জন্য দোয়া করবেন। আজকে আসতে পারেননি।’
মিলাদ মাহফিলে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ‘অবৈধ’ দাবি করে এরিক বলেন, ‘তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।’
এরিকের এই ঘোষণার সময় তার পিঠ চাপড়ে উৎসাহ দেন বিদিশা। তিনি বলেন, ‘এরিকের প্রস্তাবিত নতুন কমিটি কাজ শুরু করবে। আমার দুই ছেলে সাদ ও এরিককে নিয়ে এরশাদের স্বপ্নের দেশ গড়তে মাঠপর্যায়ে কাজ শুরু করব আমরা।’
এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খানও উপস্থিতি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত