ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   সকাল ৬:১২ 

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী বাসে বোমা, সৈন্যসহ নিহত ১৩

পাকিস্তানের উত্তরাঞ্চলে কোহিস্তানে নামে একটি শহরে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী একটি বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির সৈন্যসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বিবিসি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, কোহিস্তানে একটি বাস যাত্রী নিয়ে সেখানকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছিল। বাসটিতে কয়েকজন চীনা প্রকৌশলী ছিলেন। এ ছাড়া দেশটির দুজন সেনা ছিলেন। বোমা হামলায় ৯ চীনা নাগরিক এবং ওই দুই পাক সেনা নিহত হয়েছেন। মোট ১৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।
বোমা হামলার ঘটনায় নিজ দেশের নাগরিকের মৃত্যুতে নিন্দা জানিয়েছে চীন সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের মধ্যে একজন ঝাও লিজিয়ান জানান, পাকিস্তান এ হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।
পাকিস্তান সরকারের এক মুখপাত্র এ হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন।
বোমা হামলার ঘটনার পর হামলাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। তবে, এখন পর্যন্ত বোমাটি কীভাবে বিস্ফোরণ হয়েছে তা নির্ণয় করতে পারেনি সংশ্লিষ্টরা। বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, না কি বাসের মধ্যেই ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তানী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে কয়েক ডজন যাত্রীর মধ্যে চীনা প্রকৌশলীরাও ছিলেন যারা কোহিস্তানের ঐ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত