ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   রাত ৮:২৭ 

সর্বশেষ সংবাদ

কঠোর লকডাউনেও কমেনি মাদক পাচার, একদিনে শুধু তেজগাঁও থেকেই ৯০ কেজি গাঁজা উদ্ধার

একদিনে শুধু রাজধানীর তেঁজগাও থানা এলাকা থেকে প্রায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কঠোর লকডাউনের মধ্যেই রাজধানীতে অবাধে চলছে মাদক বেচাকেনা। গাঁজা আর ইয়াবায় ছেয়ে গেছে রাজধানী। সোমবার হাতিরঝিল থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবু জাহের ও মোঃ শাহাদত হোসেন।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানার শেখ দিলু বেপারী ওয়া্কফ এষ্টেট জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে। এদিকে সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহাদত মোল্লা, মোঃ মাসুম মিয়া ও মোঃ কবির বিশ্বাস। দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত কলোনী বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে একই দিন তেজগাঁও থানা এলাকার খামারবাড়ি খেঁজুর বাগান থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হানিফ ও মোঃ ওয়াশিকুর রহমান তালাশ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তেজগাঁও থানার ওসি মোঃ সালাহ উদ্দিন মিয়া জানান, সোমবার সকালে খামারবাড়ি এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট মোঃ নাজমুল হুদা ও কনস্টেবল মোঃ শাহজাহান।এ সময় খামারবাড়ির খেজুর বাগান মোড়ে একটি প্রাইভেট কারকে থামার জন্য সিগন্যাল দেন সার্জেন্ট মোঃ নাজমুল হুদা। এরপর গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তারা অসংলগ্ন আচরণ করতে থাকে। পুলিশের সন্দেহ হলে গাড়ির ব্যাক ডালা খুললে সেখানে দুইটি বস্তায় বিভিন্ন সাইজের ২৫টি প্যাকেটে গাঁজা রাখা দেখতে পান। যার পরিমাণ ৪০ কেজি। উক্ত গাঁজাসহ হানিফ ও ওয়াশিকুর রহমান তালাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের মদনপুর এলাকা হতে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় এ গাঁজা নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত