পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাত নিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এক টুইটে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের যৌবনবয়সের একটি অনাবৃত ঊর্ধ্বাঙ্গ ছবি দিয়ে তসলিমা নাসরিন মন্তব্য করেছেন– ছেলেরা শরীর প্রদর্শন করলে তা দেখে মেয়েদের মনও চঞ্চল হয় যদি না তারা রোবট হয়।
ঘটনার সূত্রপাত ক’দিন আগে। দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলার জন্য মেয়েদের স্বল্পবাসকেই দায়ী করেছিলেন ইমরান খান। একটি বিদেশি সংবাদমাধ্যমে ইমরান বলেছিলেন, ‘স্বল্পবাস মহিলাকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’ ইমরান খানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তসলিমা নাসরিন পাল্টা মন্তব্য করলেন।
একটি টুইটে ইমরানের যৌবনকালের একটি ‘শার্টলেস’ ছবি তুলে ধরে তসলিমা নাসরিন ইমরানের সুরেই কথা বলে ‘শিক্ষা’ দিয়েছেন ইমরানকে। বলেছেন, ছেলেরা দেহ প্রদর্শন করলে মেয়েদের মন চঞ্চল হওয়াও স্বাভাবিক।
রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে ইমরান খানকে। তাতেই সাম্প্রতিক সংযোজন ধর্ষণের জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করার তাঁর এই মন্তব্য। যে মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়। এবং যে মন্তব্যের নিজের মতো প্রতিবাদ করলেন তসলিমা। পাকিস্তানের নারীবাদি সংগঠনগুলোও ইমরান খানের এমন মন্তব্যের প্রতিবাদ করছে।