ঢাকা   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০   সন্ধ্যা ৭:৩৭ 

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: খন্দকার মাহবুব হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো উচ্চ আদালতে মুলতবি রয়েছে। তাকে সাজা দেয়া হয়েছে সাজানো রাজনৈতিক মামলায়। জোর করে তাকে দণ্ডিত করা হয়েছে। ফলে খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।
খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এই তথ্য জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না। আইনে এমন কোনো সুযোগ নেই। আইনমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মাহবুব হোসেন বুধবার রাতে গণমাধ্যমে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আইনমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দূ:খজনক। রাজনৈতিক হীন উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এখন মিথ্যা তথ্য দেয়া হচ্ছে।
এদিকে আইনমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপি দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানায় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত