জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
শনিবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাবাহিনী প্রধান।
আইএসপিআর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন।
এরপর তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। বিউগলের সুরে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ দেয়। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সেনাপ্রধান এরপরেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।”
গত বৃহস্পতিবার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।