ঢাকা   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১   সকাল ৭:১৫ 

সর্বশেষ সংবাদ

মুনিয়ার মৃত্যু: বসুন্ধরা গ্রুপের এমডিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কলেজশিক্ষার্থী মোসারাত জাহানকে (মুনিয়া) আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলা হওয়ার পর মৃত মোসারাত জাহানের নামে নানা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। মামলার বাদী মোসারাতের বোন ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি মামলা প্রত্যাহারের জন্য নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।

মেহেদী হাসান অভিযোগ করেন, ‘মুনিয়া হত্যাকাণ্ডকে শুরু থেকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য একটি মহল খুবই তৎপর। কেউ আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলে তার খুব বিপদ বলে বড় বোনকে দ্রুত আসতে বলবে কি?’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আইনবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান, আইনজীবী মাসুদ সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মেজবাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সভাপতি আইরিন আহমেদ প্রমুখ।

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে গত ২৬ এপ্রিল কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এ ছাড়া মুনিয়ার মৃত্যুর ছয় দিন পর তাঁর বড় ভাই আশিকুর রহমান বাদী হয়ে ঢাকার একটি আদালতে হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের নামে হত্যা মামলা নেওয়ার আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত