ঢাকা   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১   বিকাল ৩:২৫ 

সর্বশেষ সংবাদ

রোজিনা ইস্যুতে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ চেষ্টা চলছে,অভিযোগ তথ্যমন্ত্রীর

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তার ইস্যুকে পুঁজি করে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার মিন্টু রোডের সরকারি বাসভবনে ডিরেক্টর গিল্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি বলেন, “বিএনপি যখন রোজিনা ইস্যুতে বক্তব্য দিতে থাকে, তখন বুঝতে হবে, এটিকে রাজনৈতিক রূপ দেয়ার অপচেষ্টা চলছে। রোজিনা ইস্যুকে পুঁজি করে দেশবিরোধী চিহ্নিত মহল ফায়দা লোটার চেষ্টা করছে।
“কারো কর্মকাণ্ড যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয়। এ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের চেষ্ট করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার স্বামীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা এবং নৌ-পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে অতীতে এমন ঘটনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “সেটি তদন্তেই বেরিয়ে আসবে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “মতের অমিল হলেই কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা সকল রীতির বাইরে।”
রোজিনা ইস্যুতে জাতিসংঘের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এক কর্মকর্তার সার্বজনীন গণমাধ্যমবিষয়ক বক্তব্যকে রোজিনার বিষয়ে জাতিসংঘের বক্তব্য বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা হয়েছে।”
ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরসহ নির্বাহী সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। তথ্য সূত্র-বিডিনিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত