জাতীয় সংসদ ভবনে ‘জঙ্গি হামলার পরিকল্পনা ও উসকানির’ ঘটনায় গ্রেপ্তার আবু সাকিব ওরফে আল আমিন এবং আলী হাসান ওসামাকে দ্বিতীয় দফায় দুইদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড শেষে বুধবার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে ফের সাতদিন করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৬ মে দুই আসামিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। দুইজনের মধ্যে আবু সাকিব ওরফে আল আমিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং আলী হাসান ওসামা একজন ‘উগ্রবাদী বক্তা’ বলে পুলিশের ভাষ্য।
গত ৫ মে সন্ধ্যায় শেরে বাংলা নগর থেকে আল আমিনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ছাড়া এই হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একইদিন উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামিলার নথি থেকে জানা যায়, গত ৫ মে সন্ধ্যার পর সংসদ ভবনের সামনে থেকে ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ আল আমিনকে গ্রেপ্তার করা হয়। উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে সে শহীদ হতে সংসদ ভবনে হামলার জন্য এসেছি