ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   রাত ১:১৯ 

সর্বশেষ সংবাদ

আমেরিকাকে টপকে বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষে চীন, ভারত ৪র্থ, ধারেকাছেও নেই পাকিস্তান

বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় আমেরিকাকে টপকে শীর্ষে ওঠে এসেছে চীন। দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে আমেরিকা ।রাশিয়ার রয়েছে তৃতীয় স্থানে আর ভারতের অবস্থান চতুর্থ । পাকিস্তান এর ধারেকাছেও নেই। ১৫ নম্বরে আছে পাকিস্তান। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট এসব তথ্য জানিয়েছে।
শীর্ষ দশে রয়েছে সউদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন ও জার্মানি। প্রতিরক্ষা বাজেট, সক্রিয় এবং অ-সক্রিয় সেনা সদস্য, বিমান, সাগর ও ভূমিতে থাকা প্রতিরক্ষা ও পারমাণবিক সামগ্রী, সৈন্যদের গড় বেতন, সরঞ্জামের ওজনসহ বিভিন্ন খাত পর্যালোচনা করে প্রতিবছর ‘আলটিমেট মিলিটারি স্ট্রেনথ ইনডেক্স’ সূচক প্রকাশ করা হয়। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে চীনের পয়েন্ট ৮২। বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র (প্রতিবছর ৭৩২ বিলিয়ন ডলার)। চীন বছরে ব্যয় করে ২৬১ বিলিয়ন। ভারত ব্যয় করে ৭১ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা খাতে নৌ-বাহিনীতে এগিয়ে রয়েছে চীন, বিমান বাহিনীতে এগিয়ে যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীতে এগিয়ে রাশিয়া।
গতবছর প্রকাশিত তালিকায় সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে ছিল রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ছিল ভারত।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নাম্বারে। আর মিয়ানমারের অবস্থান ৩৫ নাম্বারে।
৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা প্রকাশ করে।
১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। সামরিক বাহিনীর মোট সদস্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পেছনে ফেলে এগিয়ে আছে ভারত। ভারতের সশস্ত্র বাহিনীর সংখ্যা ৩৪ লাখ ৬২ হাজার ৫০০ জন।
গ্লোবাল মিলিটারি প্রতিবেদনে দেখানো হয়েছে বিশ্বের তিন শক্তিশালী সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা নৌ ও বিমান বাহিনী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের।
গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) কোনো দেশের অর্ধশতাধিক বিষয় বিবেচনা করে এ তালিকা প্রকাশ করে। যেসব বিষয় তারা বিবেচনা করে তার মধ্যে রয়েছে জনশক্তি, ভৌগলিক অবস্থান, উন্নয়ন, স্থল, সাগর ও বিমানবাহিনীর প্রচলিত যুদ্ধ করার সামর্থ্য।
বিশ্বের শক্তিশালী ২০ সশস্ত্র বাহিনীর তালিকার মধ্যে রয়েছে।
১. চীন ২. যুক্তরাষ্ট্র ৩.রাশিয়া ৪. ভারত ৫. ফ্রান্স ৬. জাপান ৭. দক্ষিণ কোরিয়া ৮. যুক্তরাজ্য ৯. তুর্কী ১০. জার্মানি ১১. ইতালি ১২. মিশর ১৩. ব্রাজিল ১৪. ইরান ১৫. পাকিস্তান ১৬. ইন্দোনেশিয়া ১৭. ইসরায়েল ১৮. উত্তর কোরিয়া ১৯. অস্ট্রেলিয়া ২০ স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত