ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   সন্ধ্যা ৭:৫৪ 

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগ

মমতাজ উদ্দিন ফকির রোববার সকালে এটর্নি জেনারেলের কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগপত্র জমা দেন। আর মুরাদ রেজা সরাসরি আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “দুজন পদত্যাগপত্র দিয়েছেন। শিগগিরই এসব পদে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।”

মুরাদ রেজা ২০০৯ সালের ২৭ মার্চ থেকে অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। আর মোমতাজ উদ্দিন ওই পদে নিয়োগ পান ২০১০ সালের ৪ জুলাই।

মমতাজ উদ্দিন ফকির বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বাইরে কিছু নয়।”
২০০৯ সাল থেকে এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ষোড়শ এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
আমিন উদ্দিনের নেতৃত্বে এটর্নি জেনারেলের কার্যালয়ে এখন অতিরিক্ত এটর্নি জেনারেল থাকলেন এম এম মুনীর। এছাড়া ৬৭ জন ডেপুটি এটর্নি জেনারেল এবং ১৫৫ জন সহকারী এটর্নি জেনারেল মিলিয়ে মোট ২২৪ জন আইন কর্মকর্তা রয়েছেন এটর্নি জেনারেলের কার্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত