করোনা ভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী। তারপরেই কোয়ারেন্টাইনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এবং ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হচ্ছে। টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে রয়েছেন।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক সহযোগীর করোনা ধরা পড়ায় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া কোয়ারান্টাইনে যাবেন।
ইতিমধ্যে তাঁরা করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেন, “হোপ হিকস এর কোভিড-১৯ পরীক্ষা ইতিবাচক এসেছে। ফার্স্ট লেডি আর আমি আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমরা আমাদের কোয়ারান্টাইন প্রক্রিয়া শুরু করব”।