ঢাকা   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১   রাত ১১:০৮ 

সর্বশেষ সংবাদ

সিনহা হত্যা মামলার আইও পরিবর্তন, ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে হেফাজতে

 

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। রেবের সহকারী পরিচালক সিনিয়র এএসপি খায়রুল ইসলামকে নতুন তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এই দায়িত্বে ছিলেন রেব -১৫ এর এএসপি জামিল বিল্লাহ।
তদন্তকারী কর্মকর্তা কী কারণে পরিবর্তন করা হলো এ বিষয়ে রেবের পক্ষ থেকে বলা হয়, তদন্তের স্বার্থেই কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
নতুন তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম অত্যন্ত দক্ষ। এর আগে বেশকিছু স্পর্শকাতর মামলা অত্যন্ত সফলভাবে তিনি তদন্ত করেছেন। সিনহা হত্যা মামলাটিও অত্যন্ত স্পর্শকাতর। কর্তৃপক্ষের মনে হয়েছে এটার রহস্য উদঘাটন করতে পারবেন খায়রুল ইসলাম।
এদিকে ৪ পুলিশ সদস্যসহ ৭ জনেকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার কক্সবাজার কারাগার থেকে রেব হেফাজতে নেওয়া হয়েছে। এরা হলেন পুলিশের মামলার তিন সাক্ষী নিজাম উদ্দিন, নুরুল আমিন, আয়াছ, পুলিশের এএসআই লিটন মিয়া,কনস্টেবল কামাল হোসেন ও ছাফানুর করিম।
ওসি প্রদীপ,ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয় নি। তাদেরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা রয়েছে। তারাও রয়েছে কক্সবাজার জেলা কারাগারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত