ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৬:২০ 

সর্বশেষ সংবাদ

ছায়ানটকে দুটি স্কুল বাস উপহার দিল ভারতীয় হাইকমিশন

বাংলাদেশের অন্যতম সংস্কৃতিক সংগঠন ছায়ানট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি স্কুল বাস উপহার দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার (২৯ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাস দুটি হস্তান্তর করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বাস দুটি স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং  ছাত্রছাত্রীদের প্রতিদিনের স্কুলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


অনুষ্ঠানে রীভা গাঙ্গুলি দাশ বলেন, কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাংলাদেশের বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশী সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সাথে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।
ছায়ানট এবং নালন্দা উচ্চ বিদ্যালয় এই উপহারের জন্য ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাই কমিশনের এই অবদান তাঁদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।
ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক মিস লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস সুমনা বিশ্বাস অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সংস্কৃতি চর্চা ও শিশুশিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে—এমন উদ্দেশ্য নিয়েই ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিদ্যালয়। এটি ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রমের অংশ। রাজধানী ঢাকার এই স্কুলটি ১৭ বছরের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত