ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগ ঢাকা মহনগর দক্ষিণের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের করা মামলার চার্জশিট গ্রহণের জন্য ২০ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন
ধার্য করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে কারাগার থেকে আসামিদের আদালতে উপস্থিত না করায় এ তারিখ ধার্য্য করা হয়।
ক্যাসিনো সম্রাট হিসেবে খ্যাত ইসমাইল হোসেন সম্রাটকে হত অক্টোবর মাসে গ্রেফতার করা হয। তার বিরুদ্ধে ঢাকা শহরে বিভিন্ন ক্লাবে জুয়া খেলা, মাদক ব্যাবসার অভিযোগ আনা হয়। এসব অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়।