ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   সন্ধ্যা ৭:১৭ 

সর্বশেষ সংবাদ

বড়পুকুরিয়া দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো মুলতবি করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএসএম রুহুল ইমরান এ আদেশ দেন।
এ নিয়ে ৪০ বারের মতো শুনানির তারিখ পেছাল বলে আদালত সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে আদালতে অভিযোগ গঠনের শুনানির মুলতবি চেয়ে আবেদন করার পর এ আদেশ দেয়া হয়।
খালেদা জিয়ার অনুপস্থিতে তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতে প্রতিনিধিত্ব করেন।
শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফসহ ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী পিটিশিন আবেদন জমা দেয়ার পর অনুপস্থিত ছিলেন।
আরেক আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত