ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   দুপুর ২:৪১ 

সর্বশেষ সংবাদ

হাজিরা থেকে অব্যাহতি; পরীমণির অনুপস্থিতেই বিচার চলবে

মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে সশরীরে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন পরীমণি আদালতে হাজির হন। তার উপস্থিতিতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমানকে আইনজীবীরা জেরা করা শেষ করেন।
গত ১২ মে আদালতে পরীমণির সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয় আইনজীবীর মাধ্যমে। পরীমণির মা হওয়ার বিষয়টি উল্লেখ করে আবেদন করা হয়েছিল।
সে অনুযায়ী তার শারীরিক অবস্থা বিবেচনায় নেন আদালত। আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে মামলার অপর দুই আসামি পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো. কবীর হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত