ঢাকা   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১   দুপুর ২:৩১ 

সর্বশেষ সংবাদ

হাইওয়ে ছাড়া সব রাস্তায় ৩ চাকার ইজিবাইক চলবে : সুপ্রিম কোর্টের রায়

দেশের মহাসড়ক ছাড়া বাকি সব রাস্তায় ৩ চাকার ইজিবাইক চালানোর অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার হাইকোর্টের একটি নির্দেশনা পরিবর্তন করে এ আদেশ দেন আপিল বিভাগ।
গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট সারাদেশে চলা অবৈধ ইজিবাইকগুলো চিহ্নিত করতে এবং সেগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অবৈধ ইজিবাইকের আমদানি ও দেশে সেগুলো উৎপাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত