ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   রাত ১:৩৬ 

সর্বশেষ সংবাদ

পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং মানহানির পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে হাই কোর্ট।
খালেদা জিয়ার আবেদনে মঙ্গলবার ঢাকা ও নড়াইলের মানহানির চার মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেয় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।
আর কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আদেশটি হয় সোমবার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এ এইচ এম কামরুজ্জামান মামুন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী শামীমা সুলতানা দীপ্তি, মো. রোকনুজ্জামান সুজা ও মো. মাকসুদ।
কুমিল্লার মামলায় হাই কোর্ট ২০১৯ সালের ৬ মার্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছিল। পরে ওই বছরের ২০ অগাস্ট জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়। সোমবার তা আরও এক বছর বাড়ানো হল।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় তিনটি ও নড়াইলে একটি মানহানির মামলা হয়। এসব মামলায় ২০১৮ ও ২০১৯ সালে হাই কোর্ট থেকে খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে কয়েক দফা জামিনের মেয়াদ বাড়ানো হয়। 
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে গতবছর ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। পরে আরও তিন দফা মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় তিন ডজন মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত