ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৯:৩০ 

সর্বশেষ সংবাদ

জামিন ও অন্তর্বর্তী আদেশের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

জামিন ও আদালতের সব ধরনের অন্তর্বর্তী আদেশের কার্যকারিতার মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবার বাড়ানো হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে সকল মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে, সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২৬ জুলায়ের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।
এরপর জামিন বা অন্তর্বর্তী আদেশের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীকে সংশ্লিষ্ট আদালতে অবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে, ২৭ জুন ও ২৬ জুলাই জামিন ও অন্তবর্তী সব আদেশের মেয়াদ মোট ৬ বার বাড়ানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত