ঢাকা   মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০   রাত ৮:১৮ 

সর্বশেষ সংবাদ

প্রধানবিচারপতিকে নিয়ে ফেসবুকে পোস্ট; আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ২ সেপ্টেম্বর

প্রধানবিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে আদালত অবমাননার মুখে পড়া সুপ্রিমকোর্টের আইনজীবী আশরাফুল ইসলামকে তলব ও তার ব্যাখ্যার বিষয়ে শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
রোববার আবেদনটি শুনানির জন্য তারিখ নির্ধারণ ছিল। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে চার বিচারপতির বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উত্থাপন করা হয়। আদালতে লিখিত জবাব দাখিল করেন আশরাফুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তাদের প্রস্তুতির জন্য শুনানি দুই সপ্তাহ মুলতবি রাখার আবেদন জানান। আদালত আবেদনটি গ্রহণ করে আগামি ২ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন। শুনানিতে আইনজীবী আশরাফুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন শেখ আওসাফুর রহমান ও সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শুনানি নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগের নির্দেশনা অনুযায়ী কোনও আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না আইনজীবী আশরাফুল ইসলাম।
এদিকে আদালতের আদেশ অনুসারে আইনজীবী আশরাফুল ইসলামের ৫টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং যেটি থেকে প্রধান বিচারপতিকে নিয়ে পোস্ট দেয়া হয়েছিল সেটি মুছে ফেলা হয়েছে বলে আদালতকে জানিয়েছে বিটিআরসি।
করোনাকালে ঘরে বসে আদালত পরিচালনার ব্যবস্থাপনার বিষয়ে ব্যর্থতার অভিযোগ এনে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম ১৪ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওই আইনজীবীর ফেসবুক পোস্ট আপিল বিভাগের নজরে আনার পর ১৫ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আইনজীবির বিরুদ্ধে কেনো আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার ব্যাখ্যা দেয়ার জন্য তলব করেন। এ সময় পর্যন্ত তাকে আইনপেশা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত