ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্মী মো. তরিকুল ইসলাম অপুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে আরও সাতটি মামলা থাকায় বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বুধবার তার জামিন আবেদন খারিজ করে দেন।
আওয়ামী লীগে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু ও সুমাইয়া হোসেন নামের এক নারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মানহানিকর মন্তব্যের’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয় তরিকুলকে।
জামিন আবেদনের শুনানিতে তরিকুলের আইনজীবী ইউসুফুর রহমান হাইকোর্ট বেঞ্চকে বলেন, ‘মামলার এফআইআরে তরিকুলের নাম উল্লেখ ছিল না। তবে, পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে তরিকুলকে আটক করে।’
‘এছাড়া এফআইআরে বলা হয়েছে আমির হোসেন আমু ও সুমাইয়া হোসেনের নামে মানহানিমূলক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তবে, ঠিক কী মন্তব্য করা হয়েছে তা স্পষ্ট করে উল্লেখ নেই।’
আইনজীবী ইউসুফুর রহমান আরও বলেন, ‘একই মামলার প্রধান আসামি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা শেখ মো. রাব্বী আগেই হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছেন।’
তিনি জানান, তরিকুল প্রায় চার মাস ধরে কারাগারে থাকলেও, ঝালকাঠির কোনো আইনজীবী তার পক্ষে নিম্ন আদালতে দাঁড়াননি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় তরিকুলের জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও ছবি আপলোড করে মানহানিকর মন্তব্য করা গুরুতর অপরাধমূলক কাজ। দেশ-বিদেশের মানুষ সেটা দেখতে পায়। এতে ওই ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই এই মামলায় অভিযুক্ত আসামি জামিন পেতে পারে না।’
তুষার কান্তি রায় বলেন, ‘আরও সাতটি মামলায় অভিযুক্ত থাকায় হাইকোর্ট তরিকুলের জামিন আবেদন খারিজ করেছেন।’
ঝালকাঠি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মোস্তাফিজুর রহমান গত বছরের ৫ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি থানায় ওই মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হোসেন আমু ও সুমাইয়ার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে ঝালকাঠির স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মো. রাব্বীসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৯ এপ্রিল তরিকুলকে গ্রেপ্তার করে। সূত্র – দ্য ডেইলি স্টার।