ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   বিকাল ৫:১৭ 

সর্বশেষ সংবাদ

দুদকের আবেদনে বিমানের ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ ওই আদেশ দেন।
বিদেশযাত্রায় যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন, পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আশরাফুল আলম, বিমানের জিএম (কার্গো) আরিফ উল্লাহ, কার্গো শাখার সাবেক মহাব্যবস্থাপক আলী আহসান, সাবেক মহাব্যবস্থাপক (বিক্রয়) শামসুল করিম, নীলফামারী জেলা ব্যবস্থাপক মুহাম্মদ আসলাম পারভেজ, কমার্শিয়াল সুপারভাইজার প্রমিতোষ তালুকদার, কমার্শিয়াল অফিসার রিয়াদ সোলেমান, কমার্শিয়াল সুপারভাইজার (কপবাজার) জিয়া উদ্দীন খান ঠাকুর, যুক্তরাজ্যের সাবেক কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম ও সিলেটের জেলা ব্যবস্থাপক এনায়েত হোসেন।
বৃহস্পতিবার দুদকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আগে থেকেই বলবৎ রয়েছে। আদালতের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকায় এখন তা সম্পন্ন করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ওই ১০ জন অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এই সময়ে তারা দেশ থেকে পালানোর চেষ্টা করছেন বলেও দুদক জানতে পেরেছে। এ কারণে আদালতের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত