ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   সকাল ১০:৫৮ 

সর্বশেষ সংবাদ

করোনার টিকা সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট

করোনার টিকা সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে সকল তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে জেনে আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকেও নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া করোনার টিকা প্রদানে আইনজীবীদেরকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর আগামী ২৭ জুন শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
করোনার টিকা প্রদানে অগ্রাধিকার তালিকায় ১৯ ধরনের পেশার ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব। একই বিষয়ে গত ৩১ মার্চ তিনি সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। কিন্তু সেই নোটিশের জবাব না পেয়ে তিনি রিট দায়ের করেন। এই রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৩ এপ্রিল রুল জারি করেছিলেন হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত