লিবিয়ায় মানবপাচার এবং পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার মামলার আসামি মোশাররফ হোসেনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ পরে সাংবাদিকদের বলেন, “১৭ জুন মোশাররফ হোসেনকে জামিন দিয়েছিল হাই কোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়। চেম্বার আদালত হাই কোর্টের এই আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।”