ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   বিকাল ৪:৫৫ 

সর্বশেষ সংবাদ

সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে নারী পাচার: হাই কোর্টে জামিন মিলল নৃত্যশিল্পী ইভানের

সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে বিদেশে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছে হাইকোর্ট ।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ রোববার তাকে জামিন দেয়। ইভান শাহরিয়ার সোহাগকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে তাকে জামিন দেওয়া হয়েছে।
গত বছরের ১০ সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনে নিজের ড্যান্সক্লাব ‘সোহাগ ড্যান্সট্রুপ’ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করে সিআইডি।
সিআইডি বলছে, দুবাইয়ের চারটি ড্যান্সবার ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্সক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটিটাওয়ারে নারী পাচার করতো ইভান। উচ্চ বেতনে কাজের কথা বলে নিয়ে অল্প বয়সী মেয়েদের দেহব্যবসায় বাধ্য করতো চক্রটি। সিআইডি জানতে পেরেছে, দুবাইয়ের বিভিন্ন হোটেলে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতনের চাকরির কথা বলে মেয়েদের সেখানে পাঠানো হয়েছে। কিন্তু সেখানে তাদের পাঠানোর পরে দেহব্যবসা করানো হয়েছে।’
গত বছরের ১২ জুলাই এ চক্রের মূলহোতা এবং দুবাইয়ের ৪টি হোটেলের অন্যতম মালিক আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি বলছে, গ্রেফতার হওয়া একাধিক আসামি ইভানের জড়িত থাকার কথা বলেছে। দুবাইয়ে পালিয়ে থাকা আজম খানের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ ও আলমগীরকে ধরতে ইটারপোলে রেড এলার্ট জারি করে সিআইডি।
বাংলাদেশি নারীদের সরলতার সুযোগ নিয়ে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোর করে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে গত বছর ২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় মামলা করে সিআইডি।

মামলার অপর আসামিরা হলো- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।
এদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করার পর তাদের জবানবন্দিতে নাম আসায় ইভান শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পরে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইভান শাহরিয়ার সোহাগ।
তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপ্রোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।
ইভানের জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তুষার রায়; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত