হাইকোর্ট থেকে জামিন পেলেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম
নৌবাহিনীর একজন কর্মকর্তাকে ‘মারধরের’ মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।
তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
এ মামলায় জামিন পাওয়ায় ইরফান সেলিমের কারামুক্তিতে আর বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, “তিনি দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আজকে হাই কোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছেন। আজকের জামিন আদেশের অনুলিপি পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।”
তবে রাষ্ট্রপক্ষ হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
গত ২৭ এ মামলায় ইরফান সেলিমের জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছিল হাই কোর্ট। তাকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছিল রুলে।