টেলিভিশন টক শোতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রামে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার বেগমের আদালত এই আদেশ দেয়া হয়।
২০২০ সালের ১৯শে সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বাদী হয়ে আদালতে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে নির্দেশ দেন।
এরআগে গত ৬ই সেপ্টেম্বর ডিবিসি নিউজের ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।