কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।
মঙ্গলবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান তা দিতে পারেননি।
ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ মামলায় প্রতিবদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ নতুন তারিখ রেখেছেন ।
তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, আসামি দিহানের ডিএনএ টেস্ট করা হয়েছে, তবে রিপোর্ট তিনি পাননি। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পর্যালোচনা করে দ্রুত অভিযোগপত্র দাখিল করা যাবে।
গত ৭ জানুয়ারি কলাবাগানে দিহান তার বাড়ি থেকে তার বন্ধু ও লেভেলের ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। তবে তার আগেই তার মৃত্যু ঘটে।
এরপর দিহানকে একমাত্র আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়েটির বাবা। পুলিশ তখন দিহানকে গ্রেপ্তার করে।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেছিলেন, “মেয়েটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।”
দিহান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পর বর্তমানে কারাগারে রয়েছেন। পুলিশের কাছে তিনি দাবি করেছিলেন, ‘পরস্পরের সম্মতিতে’ তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়েছিল।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি দেয় আদালত। দিহান উত্তেজক কোনো ওষুধ বা মাদক সেবন করেছিল কি-না তাও পরীক্ষার অনুমতি দেওয়া হয় গত ১৩ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।