ঢাকা   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২   রাত ৩:৩৮ 

সর্বশেষ সংবাদ

শিশু ধর্ষণ, আশুলিয়ায় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তৌহিদের দোষ স্বীকার করে জবানবন্দি

সাভারের আশুলিয়ায় নিজ মাদ্রাসার ১০ বছর বয়েসী এক ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা তৌহিদ বিন আজহার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিকা খান শুক্রবার তার খাস কামরায় এই জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহমেদ।
মাদ্রাসাটির প্রিন্সিপাল আজহারকে (৪৬)বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
গ্রেপ্তারর মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলার গুরদাসপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় থেকে দুটি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে মাওলানা তৌহিদ বিন আজহারের স্ত্রী বাসায় ছিল না। সেই সুযোগে কৌশলে ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে এক সহপাঠীর মাধ্যমে পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী। ভুক্তভোগীর বাবা বিষয়টি জানার পর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত