ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৮:০৭ 

সর্বশেষ সংবাদ

বাসে অগ্নিসংযোগ মামলা; ১৭৮ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী উত্তরা, কলাবাগান, শাহবাগ মতিঝিল, ও পল্টন থানায় দায়ের মামলায় ১৭৮ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার ৬ জানুয়ারি এ বিষয়ে করা ৩৬টি আবেদনের শুনানী করে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ জামিনের মেয়াদ থাকবে। এ সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে।
আদালতের আদেশের বিষয়টি জানান আসামীদের আেইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল।
১৭৮ জনের মধ্যে যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন শামীম রবিউল আলম অন্যতম।
প্রয়াত সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় ১২ নভেম্বর। ভোট চলার সময় রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত