ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   বিকাল ৫:৪৯ 

সর্বশেষ সংবাদ

নানির মামলায় মা-বাবা কারাগারে; অবুঝ দুই শিশুর মাকে জামিনে মুক্তির নির্দেশ হাই কোর্টের

চুরি ও মারধরের অভিযোগে নানির করা মামলায় পুরান ঢাকার অবুঝ দুই শিশুর মাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেই সাথে তাদের বাবাকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
গণমাধ্যমে আসা একটি খবর নজরে আনা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে মঙ্গলবার ওই প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে প্রতিবেদনটি হাই কোর্টের নজরে আনেন।
পরে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে। পাশাপাশি শিশু দুটির বাবার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনা করতে বলেছে।
“হাই কোর্টের আদেশের সঙ্গে সঙ্গে আমরা ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে যোগাযোগ করেছি। ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে দুই শিশুর মাকে মুক্তি দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চ্যানেল টোয়েন্টিফোরের ওই প্রতিবেদনে বলা হয়, শিশু দুটির নানি মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এই মামলায় তারা গ্রেপ্তার হয়ে গত শুক্রবার থেকে কারাগারে আছেন।
এ অবস্তায় আড়াই বছরের শিশু ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পাকে দেখার কেউ নেই। মঙ্গলবার শিশু দুটিকে নিয়ে জামিনের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন প্রতিবেশীরা। কিন্তু আদালত শিশুদের বাবা-মাকে জামিন দেয়নি বলে জানানো হয় ওই প্রতিবেদনে। সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত