ঢাকা   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১   সকাল ১১:২৯ 

সর্বশেষ সংবাদ

বিডিনিউজের প্রধান সম্পাদকের স্থায়ী জামিন

দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকার জজ আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ বুধবার তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন।
হাই কোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে গত ২০ অক্টোবর এই আদালত থেকেই তৌফিক ইমরোজ খালিদীকে ২৫ নভেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল।
এবার তাকে স্থায়ী জামিন দেওয়া হল বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিব উল্লাহ হিরু ও ঢাকা বারের সাবেক সম্পাদক মিজানুর রহমান মামুন।
তাদের সঙ্গে ছিলেন আইনজীবী নোমান হোসাইন তালুকদার, মো. এহসান হাবিব, মনির হোসেন, লাতিফুর রহমান ও শোয়েবুজ্জামান সুপ্ত।
শুনানিতে নজিব উল্লাহ হিরু বলেন, “২০ অক্টোবর আমাদেরকে আজ পর্যন্ত জামিন প্রদান করেছিলেন। জামিন স্থায়ী করতে আজ আমরা এসেছি।“
তখন দুদকের আইনজীবী আদালতকে বলেন, “জামিনের বিরুদ্ধে আমরা হাই কোর্টে গিয়েছি।”
বিচারক তখন জানতে চান, হাই কোর্ট জামিন স্থগিত করেছে কি না, কোনো কাগজপত্র আছে কি-না।
দুদকের আইনজীবী জানান, হাই কোর্ট জামিন স্থগিত করেনি। বিচারক তখন স্থায়ী জমিন মঞ্জুর করে আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত