ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৩:৪৬ 

সর্বশেষ সংবাদ

সিনহা হত্যা মামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট বাতিল, তথ্য জানার অধিকার সবার আছে,বললো হাইকোর্ট

টেকনাফে পুলিশের গুলিতে মেজর(অব.) সিনহা রাশেদ খান হত্যা মামলার তদন্তে উঠে আসা তথ্যাদি গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা(কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনটি বাতিল করে আদালত বলেন, দেশের মানুষ চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির তথ্য জানতে চায়। মিডিয়ার মাধ্যমেই মানুষ তথ্য জানবে। কারো তথ্য জানার অধিকারের ওপর আদালত হস্তক্ষেপ করতে পারে না। আর তথ্য প্রকাশ হলে মামলার বিচারেও কোনো প্রভাব পড়বে না। এ কারণ দেখিয়ে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আসান উল্লাহ ও সজল মাহমুদ রাসেল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে এ রিট করেন।

রিটে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। এছাড়া কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন এই মামলার তদন্ত ও ঘটনা সম্পর্কিত তথ্য গণমাধ্যমে প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট চারজনকে বিবাদী করা হয়।
৮ সেপ্টেম্বর এর ওপর প্রাথমিক শুনানি শেষে ১৩ সেপ্টেম্বর পুনরায় শুনানির তারিখ নির্ধারণ ছিল। রবিবার শুনানি করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত