জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় আব্দুল মাজেদসহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এর মধ্যে সৈয়দ ফারুক রহমান,সুলতান শাহরিয়ার রশীদ খান,বজলুল হুদা,এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয় ২০১০ সালের ২৭ জানুয়ারী। পলাতক অবস্থায় ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যায় আজিজ পাশা। আব্দুল মাজেদসহ পলাতক ছিল ৬ জন। এরা হল খন্দকার আব্দুর রশীদ,শরিফুল হক ডালিম,নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন। এরা বিভিন্ন দেশে পালিয়ে আছে। মাজেদ ধরা পড়ায় এখন আরো ৫ জন পলাতক রইলো। এ দিকে ক্যাপ্টেন মাজেদকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং রায় অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।