ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৪:০৬ 

সর্বশেষ সংবাদ

শিশুদের মুক্তির পথ খুঁজছে সুপ্রিমকোর্টের বিশেষ কমিটি

করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে আটক থাকা শিশুদের মুক্তির পথ খুঁজছে শিশুর অধিকার বিষয়ক সুপ্রিম কোর্টের বিশেষ কমিটি। সেই লক্ষ্যে শিশুদের মুক্তির লক্ষ্যে জামিনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সরকারকে সুপারিশ করবে এ কমিটি। ইতিমধ্যে কমিটি সুপারিশমালা প্রস্তুত করেছে।
রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী প্রমুখ অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিভিন্ন মামলায় অনেক কিশোর ও শিশুরা শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে আটক রয়েছে। কিন্তু শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। স্বল্প স্থানে অধিক সংখ্যক শিশু বন্দি থাকায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে তারা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু আদালতে সংশ্লিষ্ট মামলায় বন্দি শিশুদের জামিন শুনানি ও মুক্তির লক্ষ্যে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রসঙ্গে হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানান, করোনা উদ্ভুত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগ এর মাধ্যমে কিভাবে সহজে আইনগত সহায়তা দেয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়। শিশু আদালত কিভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পতি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত