ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০   বিকাল ৫:২২ 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি তরুণের সঙ্গে সমকামিতা: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

বাংলাদেশি এক তরুণের সঙ্গে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে মালদ্বীপে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আহমেদ নাজিম আবদুল সাত্তার। যিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদের ভাই।
সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিওতে নাজিম রাজধানী মালেতে বসবাসরত ২৫ বছর বয়সী তরুণ বাংলাদেশি নাগরিক মোঃ আলমগীরের সাথে যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকাবস্থায় ধরা পড়েছিলেন। আলমগীর সেখানে সমকামি হিসেবে কাজ করে থাকেন।
মালদ্বীপের গণমাধ্যম ‘আভাস’ এ খবর জানিয়ে বলেছে, ভিডিওটি ফাঁস হওয়ার পর নাজিমকে প্রথমে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মামলা করা হলে তাকে গ্রেফতার ও পাসপোর্ট জব্দ করা হয়। পুলিশের আবেদনে আদালত তাকে ৭ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত জুন মাসে মালদ্বীপে বেশ কয়েকটি ভিডিও ফাঁস হয়েছিল, যেগুলোতে আলমগীরকে মালদ্বীপের বেশ কয়েকজন হাই-প্রোফাইল পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গিয়েছে এমন অভিযোগ রয়েছে। ওইসব পুরুষদের মধ্যে নাজিম, কর্নেল নাশিদ এবং মাদক নিয়ন্ত্রণ বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা আব্দুল রহমান রাফিউ রয়েছেন।
এদিকে, গত ১২ জুলাই বাংলাদেশি নাগরিক মোঃ আলমগীরকে মালদ্বীপের বেশ কয়েকজন পুরুষের সাথে সমকামী কার্যকলাপে লিপ্ত হওয়ার ভিডিও ফাঁস হওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছিল বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছিল। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং এবং পুরুষদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ ছিল। ভিডিওগুলো আলমগীর-ই রেকর্ড করেছিল। এ ঘটনায় তোলপাড় চলছে মালদ্বীপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত