ঢাকা   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১   রাত ৮:৫৭ 

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনকারী সেই গ্রাম পুলিশ আটক

নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নুর হোসেন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং কালাদরাপ গ্রামের আব্দুল হকের ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, অভিযুক্ত গ্রাম পুলিশকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এর আগে, বুধবার রাতে ৫৫ সেকেন্ডের মারধরের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, গ্রাম পুলিশ নূর হোসেন ভুক্তভোগী ওই গৃহবধূকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় পাশে তার ছেলে শিশু কান্না করছিল। একপর্যায়ে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করতে এগিয়ে আসে বাড়ির কয়েকজন নারী।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন নির্যাতিতা ওই গৃহবধূ। পরে বুধবার বিকেলে ওই গ্রাম পুলিশকে শোকজ করা হয়। বৃহস্পতিবার সকালে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুর হোসেনকে আটক করে।
জানা গেছে, কালাদরাপ ১নং ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শবর্তী সাহাব উদ্দিনের বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকালে গ্রাম পুলিশ নুর হোসেন ওই বাড়িতে গিয়ে টিনের সীমানাটি ৪ হাত উত্তরে সরিয়ে ফেলতে চাইলে তাতে বাধা দেন ভুক্তভোগী নারী। এ সময় নূর হোসেন তাকে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ ও পরে এলোপাতাড়ি মারধর করে। পরে অসুস্থ্য অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নেন ওই গৃহবধূ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত