ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০   দুপুর ২:৪৩ 

সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুবার্ষিকী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ এপ্রিল (সোমবার)। ২০২০ সালের এই দিনে ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আইনমন্ত্রীর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের সংবিধান প্রণেতা কমিটির সদস্য প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হক। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এবং বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন।
আইনমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় সোমবার ঢাকায় এতিমখানায় খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন। এছাড়া তাঁর নির্বাচনী এলাকার কসবা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন রোববার এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রোববার কসবার ইফতার ও দোয়া মাহফিলে আইনমন্ত্রী অংশ নেন। সোমবার আখাউড়ার ইফতার ও দোয়া মাহফিলে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত