ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৮:০২ 

সর্বশেষ সংবাদ

কাল থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর,মালিক সমিতির ঘোষণা

গণ পরিবহনে হাফ পাস নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হলো। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবে শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এই ঘোষণা দেন।
রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ছুটির দিনে এই অর্ধেক ভাড়া কার্যকর করা হবে না। এ ছাড়া ঢাকার বাইরেও এই সিদ্ধান্ত কার্যকর হবে না।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবেন তাদের কাছে স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক বা হাফ ভাড়া চালু করা বিষয়ে বিআরটিএ এবং পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে কয়েকদফা বৈঠক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত