ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৬:০১ 

সর্বশেষ সংবাদ

রাজধানীর কমলাপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত যুবক ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকত। তার সঙ্গে থাকা আরেক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। নিহতের পেটে, পিঠে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
এসআই জানান, বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত