ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   দুপুর ২:৫৬ 

সর্বশেষ সংবাদ

গোপন বৈঠকের সময় জামাতের সেক্রেটারিসহ ১০ নেতা গ্রেফতার

জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’ ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকেও সেখানে অভিযান চলছিল।
জানা গেছে, আটক অন্যরা হলেন- জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা নির্বাহী পরিষদের আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত।
এদিকে দলের সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রটারিসহ নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে বিবৃতি দিয়েছে জামাতে ইসলাম। বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত